সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে অভিযান চালিয়ে একটি সাদা রংয়ের প্রাইভেট কার সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী অনিক ফিদাকে আটক করেছে লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
১৯ অক্টোবর দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম ও অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে জেলা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিম প্রাইভেট কার থেকে বিশেষ ভাবে লুকানো ১২ কেজি ৬ শত ৭৮ গ্রাম গাঁজা আটক করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনে লালমনিরহাট সদর থানায় মামলা করা হয়েছে।