নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে নির্যাতন করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) সকালে দেলোয়ার হোসেনকে ১৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে বেগমগঞ্জ ৩ নম্বর আমলি আদালতের বিচারক মাশফিকুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।
এর মধ্যে ধর্ষণ মামলায় পাঁচ দিন এবং অপর দুটি মামলায় একদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।