লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ এলাকায় ১৯৭১ সালের যুদ্ধকালীন পরিত্যক্ত একটি মর্টারসেল উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার বিকালে রমনীগঞ্জ এলাকার আ: আজিজের বাড়ির পাশে একটি পুকুর থেকে মর্টারসেলটি পুলিশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, কয়েকজন কিশোর আব্দুল আজিজের বাড়ির পাশে মর্টারসেলটি নিয়ে খেলছিল। পরে আ: আজিজ মর্টারসেলটি দেখতে পেয়ে ৯৯৯ ফোন দেন। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ মর্টারসেলটি উদ্ধার করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা এসে উৎসুক জনতাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে দেই। উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গ্রেনেড নিস্ক্রিয়কারী দল এসে মর্টারসেলটি নিস্ক্রিয় করবেন।