রাজধানীর গুলিস্তানের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরিত ওই ভবন পরিদর্শনে গিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের সাথে ছিলেন।
মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০টার দিকে বিস্ফোরিত ভবন পরিদর্শনে যান তারা।
পরিদর্শন করে বিএনপি নেতা আবদুস সালাম বলেন, টানা কয়েকটি বিস্ফোরণের ঘটনা চিন্তার ব্যাপার। সরকার শুধু অন্যকে দোষ দিচ্ছে। কিন্তু এগুলো মোটেও সমীচিন নয়। কেন এই ধরণের ঘটনা ঘটছে, আর এর প্রতিকার কী এগুলো বের করাই সরকারের কাজ। কিন্তু এগুলো না করে দোষারোপের রাজনীতিই করছে তারা।
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, সরকারের অব্যবস্থাপনা এবং জবাবদিহিতার অভাবের কারণেই আজ এই অবস্থা। সরকার বর্তমানে লুটপাট নিয়ে ব্যস্ত আছে। ভবন নির্মাণে নিয়ম মানা হচ্ছে কীনা এসব দিকে নজর দেওয়ার সময় তাদের নেই। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াতে হবে।
ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি মনোনীত ঢাকা দক্ষিণের সাবেক এই মেয়রপ্রার্থী।
মঙ্গলবার বিকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দুই শতাধিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।