কাজী আসাদুজ্জামান খোকন,হাতিবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাতের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) রাতে পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত বলেন, যে মেয়েটিকে নিয়ে কিছু অনলাইন নিউজ পোর্টালের আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। তিনি আরও বলেন পারিবারিক ঝামেলার কারনে রাত ১২টার দিকে মেয়েটি বাড়িতে ঢুকতে দিচ্ছিলো না তার স্বামী। বিষয়টি আমাকে জানালে ঘটনাস্থলে গিয়ে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালামসহ মেয়েটির নিরাপত্তার কারনে জুলহাসের বাড়ীতে রেখেছিলাম। এ সময় নিরাপত্তার কথা বিবেচনা করে ওই বাড়িতে দুজন গ্রাম পুলিশ রাখা হয়েছিলো।
আজ সোমবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টির সুষ্ঠু সমাধান করা হয়।
একটি মহল সাংবাদিককে ভুল তথ্য উপস্থাপন করে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। যা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী ও তার স্বামী মমিনুরসহ ভুক্তভোগী পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।