লালমনিরহাটে শেখ কামাল আন্ত:স্কুল মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা

লালমনিরহাটে শেখ কামাল আন্ত:স্কুল মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে এবং লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে দিনব্যাপি এ প্রতিযোগিতার উদ্বোধন হয়। বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেনিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। দিনব্যাপি এ প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলার প্রায় ৫শত প্রতিযোগি অংশ নেন।