শীঘ্রই লালমনিহাট জেলা বাস, মিনিবাস,কোচ ও মাইক্রোবাস জেলা কমিটি গঠন -শ্রম মন্ত্রণালয়

মেহেদী হাসান জুয়েল|| আগামী এক মাসের মধ্যে সাধারণ সভার আয়োজন করে লালমনিহাট জেলা বাস, মিনিবাস,কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং- রাজ ২৪৯৩) জেলা কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম মন্ত্রণালয়ের অধিন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক আলমুতাজিদুল ইসলাম এবং অপর সহকারী পরিচালক মিজানুর রহমান।

বুধবার ( ৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় লালমনিরহাট জেলা শহরের খান হোটেলের হলরুমে অনুষ্ঠিত বৈঠকের পর একথা বলেন তাঁরা।

এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগে যুগ্ন সম্পাদক শাখাওয়াত হোসেন সুমন খান,মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, সিনিয়র শ্রমিক নেতা মো: মোস্তফা, শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পী, শিবলী পারভেজ রানা সহ অন্যান্য শ্রমিক নেতাগন।

উল্লেখ্য, ২০১৪ সালের পর লালমনিরহাট শ্রমিক ইউনিয়নে কোন নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় দীর্ঘদিন ধরে সাধারণ শ্রমিকদের মধ্যে হতাশা এবং অসন্তোষ দেখা দেয়। এতে পক্ষ বিপক্ষ গ্রুপ সৃষ্টি হয়। শ্রমিকরা দ্বিধা বিভক্ত হয়ে সংঘাতে জড়িয়ে পরে। হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে। ফলে জেলার আইন শৃংখলা বিঘ্নিত হয়।

শ্রম মন্ত্রণালয় নির্বাচনের ব্যাপারে মেয়াদোত্তীর্ণ কমিটিকে বারবার চিঠি দিলেও তারা বিভিন্ন অজুহাতে মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে আসছিলেন।

এদিকে শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পী সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষায় অনিয়মের বিষয়গুলো শ্রম দপ্তরে লিখিত অভিযোগ করেন।
এর পরিপ্রেক্ষিতে শ্রম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক আলমুতাজিদুল ইসলাম, সহকারী পরিচালক মিজানুর রহমান এবং অফিস সহকারী আশিকুর রহমানের সমন্বয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় শ্রম দপ্তর।
কমিটিকে ৮ ফেব্রুয়ারী লালমনিরহাট সরেজমিন অবস্থান করে বাস্তব অবস্থা যাচাই করে দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করা হয়।