লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারি কুটির চর সীমান্ত থেকে ৪৫ টি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য সাড়ে চার কোটি টাকা।
তিনি জানান, রাত ৩.৩০ ঘটিকার সময় বিজিবির টহল দল সন্দেহ ভাজন একজন কে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে বিজিবি। পরে তার কাছ থেকে ৫ কেজি ২৪৮.৭২ গ্রাম ওজনের ৪৫টি সোনার বার উদ্ধার করা হয়।
আটককৃত আজিজার রহমান আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বানিয়াটারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।