লালমনিরহাটে কমরেড চিত্তরঞ্জন দেব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে

লালমনিরহাট ক্রিকেট একাডেমির আয়োজনে এবং জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় আগামীকাল থেকে শুরু হচ্ছে “বীর মুক্তিযোদ্ধা কমরেড চিত্তরঞ্জন দেব স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২।
লালমনিরহাট জেলা স্টেডিয়ামে সকাল ৯ টায় এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন কমরেড চিত্তরঞ্জন দেবের কনিষ্ঠ পুত্র, মেরিনস বাংলাদেশের চেয়ারম্যান জয়ন্ত কুমার দেব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক এডভোকেট আবু আহাদ খন্দকার লেলিন। এতে সভাপতিত্ব করবেন লালমনিরহাট ক্রিকেট একাডেমির সভাপতি এরশাদ হোসেন জাহাঙ্গীর।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন লালমনিরহাট ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও হেড কোচ মোঃ জিকরুল ইসলাম ফাতেমী।
লালমনিরহাট নিউজ২৪ উদ্বোধনী খেলা সহ গুরুত্বপূর্ণ খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে।

খেলার সময়সূচি

উল্লেখ্য লালমনিরহাটকে মহকুমা ও জেলায় রুপান্তর করার পেছনে কমরেড চিত্তরঞ্জন দেবের ভুমিকা অপরিসীম। আসছে ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গুণী এই মানুষটির মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট ক্রিকেট একাডেমি এ উদ্যোগ নিয়েছে।
লালমনিরহাটের প্রতিষ্ঠিত ১৬টি ক্লাব জমজমাট এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর।