কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার কেরানীপাড়া গ্রামের আছমা বেগম(৫৫) নামে বৃদ্ধা মা ও প্রতিবন্ধী ভাইকে মারধর করার অভিযোগ উঠেছে নিজ সন্তান মফিজুল ইসলাম ভোলার(৩৫) বিরুদ্ধে।
মঙ্গলবার (৮ই নভেম্বর) রাতে ছেলে মফিজুল ইসলাম ভোলার(৩৫), পুত্রবধূ শাম্মী আক্তার (২৭), বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃদ্ধা মা আছমা বেগম(৫৫)।
অভিযোগ সূত্রে বৃদ্ধা জানান,আমার মৃত স্বামীর জমি জমা বিষয় কে কেন্দ্র করিয়া আমার নিজ সন্তান মফিজুল ইসলাম ভোলা (৩৫) প্রায় সময় আমাকেও আমার বাক প্রতিবন্ধী সন্তান মোরশেদুল ইসলাম ও মেয়ে লামিয়া আক্তারকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করিয়া আসিতেছে এমত অবস্থায় ৮ই নভেম্বর ২০২২ইং আনুমানিক রাত ৮.৩০ মিনিটে আমি এশারের নামাজ আদায় করে উপরোক্ত বিবাদী আমার সন্তান মফিজুল ইসলাম ভোলাকে (৩৫) আমার মৃত স্বামীর রেখে যাওয়া সম্পত্তি সঠিকভাবে বন্টন করে আমার বাকপ্রতিবন্ধী ছেলে ও মেয়েকে দিতে বলিলে উপরোক্ত বিবাদী উহাতে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমি তার প্রতিবাদ করলে আমার ছেলে কথা কাটাকাটি করে। এক পর্য়ায় লোহার রড দিয়ে আমার বসতবাড়ীর উত্তর পাশে থাকা বাথরুমের দরজা ও আমার ব্যবহৃত একটি টিউবঅয়েল ভাঙ্গে অনুমান ১২ হাজার টাকার ক্ষতি করে।
আমি বাধা-নিষেধ করিলে বিবাদীদ্বয় আমাকে ও আমার প্রতিবন্ধি ছেলে ও মেয়েকে খুন ও জখম করার হুমকি দেন।
এক পর্যায়ে, এলাকাবাসীর উপস্থিতিতে প্রকাশ্যে বলে যে,আমার মৃত স্বামীর বসতভিটা হতে আমাদের কে তাড়িয়ে দিবে,এবং বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন পরবর্তীতে সাক্ষীগণ সহ কালীগঞ্জ থানায় অভিযোগ করি।
এ বিষয়ে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বলেন,এ বিষয়ে অভিযোগ পেয়েছি, দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।