দেশ উন্নয়নে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা

সামাজিক সংগঠন পথ এর আয়োজনে শনিবার (২ জুলাই) বিকেলে দেশ উন্নয়নে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে
সংগঠনের উপদেষ্টা লালমনিরহাট বার্তা সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। মূল আলোচক ছিলেন জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, মেরিন’স বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক জয়ন্ত কুমার দেব, লালমনিরহাট নিউজ ২৪ এর সম্পাদক ও বাংলাভিশন টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল, সমাজ সেবী জাকিয়া সুলতানা রিমু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি সদস্য আব্দুর রাজ্জাক।

স্বাগত বক্তব্য রাখেন সামাজিক সংগঠন পথ এর সভাপতি তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল।
এতে ডাঃ আমিনুর রহমান মিলন,বিত্তহীন সংস্থার এনামুল হক টিপুসহ সংগঠনের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার জন্য সামাজিক সংগঠন পথ এর উপদেষ্টা গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু ”বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড” পাওয়ার সম্মাননা স্মারক প্রদান ও লালমনিরহাট নিউজ ২৪ এর সম্পাদক মেহেদী হাসান জুয়েল বাংলা ভিশন টেলিভিশনে সদ্য নিয়োগ পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।