দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে লালমনিরহাটে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে জেলা প্রশাসন ও শহরের ব্যবসায়িদের সমন্বয়ে বৃহস্পতিবার রাতে চেম্বার ভবন চত্ত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল ইসলাম,পৌর মেয়র রেজাউল করিম স্বপন।
বক্তব্য রাখেন সাবেক চেম্বার সভাপতি মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা,বর্তমান কমিটির সহ সভাপতি মোড়ল হুমায়ুন কবির, জেলা মার্কেটিং অফিসার মোঃ আব্দুর রহিম ও বিভিন্ন পন্যের ব্যবসার সাথে সম্পৃক্ত ব্যবসায়ি ও তাদের প্রতিনিধিগন।

আলোচনা সভায় গরু মাংস ৬ শত টাকা, খাশির মাংস ৭২০ ও চাল ডাল তেল চিনি লবন সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর মুল্য নির্ধারন করা হয়। যা আগামী ১ লা এপ্রিল থেকে কার্যকরি হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও বেঁধে দেয়া মুল্যে ভোক্তাগন পন্য কিনতে পারছেন কি না সে বিষয়টি নিশ্চিত করতে ভোক্তা অধিকার, জেলা মার্কেটিং বিভাগ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচলানার সিদ্ধান্ত গৃহীত হয়।