মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা,মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১১ টায় পৌরসভা চত্বরে অনুষ্ঠিত সভায় পৌরমেয়র রেজাউল করিম স্বপন এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবঃ আজিজুল হক বীর প্রতিক,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও পৌরসভার কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাগনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করে পৌরসভা কর্তৃপক্ষ।