শহরের একাংশ পুলিশ বেষ্টনীর মধ্যে লালমনিরহাট জেলা আওয়ামিলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় লালমনিরহাট জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
কমিটি নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে দন্দ্ব থাকায় কয়েকদিন ধরে শহরে টান টান উত্তেজনা বিরাজ করলে পুলিশ সতর্ক অবস্থান নেয়। এদিন জেলা আওয়ামিলীগ অফিসের আশপাশের দোকান পাট বন্ধ করে দিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করে সদর থানা পুলিশ। পুলিশের এ ভূমিকার কারণে কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সভা শেষ হয়েছে।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি।
সভার শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ দোয়া ও সকল শহীদদের স্মরনে নিরবতা পালন,ও আলোচনাসহ নানা কর্মসূচি পালন করে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ। এসময় নবগঠিত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।