ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগেই দেশে ফিরছেন মুশফিক

হঠাৎ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে মুশফিকুর রহিম। এর আগে অবশ্য পারিবারিক কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। যার কারণে ওয়ানডে সিরিজের আগেই দেশে ফিরে আসতেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, ‘মুশফিকুর রহিম পারিবারিক কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।’ তার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে বোর্ড।

আগামী ১৬ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ওয়ানডে সিরিজে। তবে সেই সিরিজের আগেই দেশে ফিরে আসবেন মুশফিক। যদিও দেশে থাকতেই টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়ে রেখেছিলেন তিনি।