বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু করোনা মুক্ত হওয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে রোববার বিকেলে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে দোয়া মাহফিলের এই অনুষ্ঠান করা হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে দুলু বলেন, করোনা আক্রান্ত হয়ে আমি জীবন মৃত্যুর মাঝামাঝি অবস্থান করেছি। আপনাদের সকলের দোয়ায় মহান রাব্বুল আলামীন আমাকে মাফ করেছেন।
আমি আপনাদের মাঝে ফিরে এসেছি, আল্লাহ যেন আপনাদের সেবা করার তৌফিক দান করেন।
দোয়া মাহফিলে সারাদেশে যেসব বিএনপি নেতা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ও আক্রান্ত হয়েছে তাদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা,উপদেষ্টা মোশারফ হোসেন রানা,সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মী অংশগ্রহন করেন।