মধ্যরাতে পাপারাজ্জিদের সঙ্গে কেক কাটলেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খানের ৫৫তম জন্মদিন আজ। ভারতজুড়ে তার জন্মদিন পালন করেছেন অসংখ্য ভক্ত। যদিও করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সালমান এর আগে অনুরোধ করেছেন, তার জন্মদিনে যেন বাড়ির সামনে ভিড় না করেন ভক্তরা। তবে গতকাল শনিবার মধ্যরাতে মুম্বাইয়ের প্যানভেল খামারবাড়ির বাইরে পাপারাজ্জিদের সঙ্গে কেক কাটেন সালমান খান।

পাপারাজ্জি শব্দটি দ্বারা এমন সব আলোকচিত্রীদের বোঝানো হয়, যারা নির্দিষ্ট কোনো মঞ্চ বা অনুষ্ঠান ছাড়া তারকাদের অসচেতন ও ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাপারাজ্জিদের সঙ্গে কেট কাটার মুহূর্তে সালমান খান নীল শার্ট ও জিন্স পরিহিত ছিলেন। ওই মুহূর্তে ধারণ করা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়েছে।’

সালমান খান এ সময় জানান, মহামারির কারণে এ বছর জন্মদিন উদযাপনের কোনো পরিকল্পনা নেই তার। নিজের পরিবারের মধ্যে সীমিত আয়োজনে জন্মদিন উদযাপনের কথা জানান তিনি।

তিনি বলেন, ‘এ ভয়াবহ বছরে জন্মদিন পালনের কোনো ইচ্ছে নেই। আশা করি, পরের বছর ইতিবাচক পরিবর্তন আসবে। সকলের সুস্থতা কামনা করছি।’

এর আগে, বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে জনসাধারণের উদ্দেশে একটি বার্তাও দিয়েছেন সালমান খান। সেখানে ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখা হয়েছে, মহামারি ও সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে বাড়ির সামনে যেন কেউ ভিড় না করেন। তিনি মাস্ক পরতে ও স্যানিটাইজার ব্যবহার করতেও পরামর্শ দেন। এও জানিয়ে দেন, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তিনি নেই।

সালমান খানের পুরো নাম আবদুল রশিদ সেলিম সালমান খান। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে তার জন্ম। বাবা নামকরা চিত্রনাট্যকার সেলিম খান ও মা সালমা খানের বড় সন্তান তিনি।