ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট জেলার সদর উপজেলার হাড়িভাংগায় নতুন জীবন রচি (নজীর) হলরুমে অ্যাডভোকেসি লবিং এবং নেগোসিয়েশন বিষয়ে ১১ নভেম্বর শুরু হওয়া ৩দিন ব্যাপী অধিকার সুরক্ষাকারীদের প্রশিক্ষণ শুক্রবার দুপুরে সমাপ্ত হয়েছে।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও সন্মাননা তুলে দেন রংপুর বিভাগীয় আওয়ামিলীগ নেত্রী, সাবেক নারী সংসদ সদস্য ও জেলা মহিলা সমিতির সভাপতি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নিউজ নেটওয়ার্ক এবং উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর সম্মিলিত বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক, মিডিয়া গেটকিপার্স, সিভিল সোসাইটি প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে।
অ্যাডভোকেসি, লবিং এবং নেগোসিয়েশন বিষয়বস্তুর উপর প্রশিক্ষণ পরিচালনা করেন ঢাকার মানবাধিকার ও উন্নয়ন কর্মী বেনজীর আহমেদ। এ সময় নিউজ নেটওয়ার্কের ফিল্ড কো-অডিনেটর মাছুমা ইউসুফ, ইউএসএসের প্রোগ্রাম ফ্যাসিলিটেটর আব্দুর রউফ, বিএইচআরডিএফ লালমনিরহাটের সম্পাদক নিশিকান্ত রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।